Pages

Sunday, October 4, 2015

Temple of Abhaya Maa Reconstructed


অভয়া    ধাম  

মন্দির সংস্কার হবার  পর 

Sunday, June 6, 2010

Abhay Dham.





Mother CHONDI resides here at Abhay Dham at Nabadwip, a small town in the province of West Bengal in India. Abhay ma protects you from dangers you face in your life if you believe!

The temple of Mother Chondi, Abhay Dham is 250 years old and needs renovation. But the present priest, Sri Subhamoy Bagchi does not have the finance. So, he wants to attract your attention to it through Internet and electronic media.


Mother Chondi is very affectionate to her devotees and fulfills the desires of her devotees . The priest, Sri Subhamoy Bagchi prays for the devotees. The priest is a very honest person. He never tells a lie. I have seen many a case where his words turns to be true.
I, Sri GopiKishore Saha, invite you to Abhay Dham, Nabadwip, Bagchipara. Please come, place your prayer to the Mother through the priest and see what happens. Return home with peace and satisfaction. Your desire will be fulfilled.
How to go there:
Go to Nabadwip Dham or Vishnupriya station from Howrah by Katwa local, from there to Bagchipara, Abhay Dham by rikshaw.
To help rebuilding this temple purchase anything from this link and from the commission I will donate a portion towards the great job. Mother chondi will surely fulfill your desire.
In Hindu religion, it is told that there cannot be any sin where the chondi is read everyday. The priest, Sri Subhamoy Bagchi, reads the Chondi at the Abhay Dham everyday.

Saturday, June 5, 2010

Mother Chondi of Abhay Dham






Nabadwip, a small town on the western bank of the Ganga. It is the birth place of The Lord Gouranga Mahaprabhu. It is a religious town of both the Baishnab and the Sakto. Ma Kali has been worshiped since 12th century. Mother Chondi,s temple is more than 250 years old and has been worshiped by the Bagchis, a famous family of Nabadwip. This temple needs to be repaired / rebuilt.




Saturday, April 17, 2010

9th bipartite settlement for bankers.

It is a historical settlement because it gives 2ND option for pension. First option was given in 1995-96 with an anti-employees clause in it. The clause says: If any pension optee participates in any strike and salary is cut and a break in service is awarded his/her write to get pension would vanish. For this clause and some other factors relevant to that period, a major portion of bank employees did not opt for pension. Since then, every bipartite settlement made provision for pension fund and every employee, pension optees and non optees has been contributing towards pension fund. We knew that we, non optees would never get pension, still then we have been contributing towards our fellow bankers pension. Now that another option is given and for that contribution is required, our pension optee friends are unhappy to such an extend that some of them are ready to go to the court even. If they go to the court we would simply ask for the return of of our contributions already given towards our pension optee friends' future pension. In that case they, who have given option already, will not be given pension. Shall we do that?

Friday, February 5, 2010

টাইমজোন

ভারতে একটাই টাইমজোন, IST. IST হ'ল এলাহাবাদ টাইম অর্থাৎ অরুনাচল প্রদেশ থেকে গুজরাট পর্য্যন্ত একই, এলাহাদ টাইম চলছে। এর সুবিধা হ'ল সারা দেশে রেলের একই টাইম টেবল চলছে। সব অফিস একই সময়ে খুলছে ও বন্ধ হ'চ্ছে। এবার এর অসুবিধাগুলো দেখা যাক।



বিকেল মানুষের জীবনে একটি ভীষণ গুরুত্তপূর্ণ সময়। বিকেল বেলায় আমরা সামাজিক যোগাযোগ করি, সভাসমাবেশ করি, পাঠাগারে যাই। ছোটোরা খেলাধুলা করে। কিন্তু দেখুন, বাংলা, অসম,ত্রিপুরা ইত্যাদি জায়গায় বাচ্চাদের জন্যে বিকেল নেই। আর ওদিকে দেখুন! গুজরাত, হরিয়ানা, পাঞ্জাব, দিল্লী ইত্যাদি জায়গায় সকাল পাওয়া যায় না। কি দুর্ভাগ্য! কোথায়ও সকাল নেই তো কোথায়ও বিকেল নেই! কেন এমন হবে? প্রকৃতি তো সবাইকে সমান ভাবেই সব দিয়েছে, শুধু মানুষ সামান্য ভূলে বা অন্যমনস্কতায় হয়তোবা অবহেলায় কাউকে বঞ্চিত করেফেলেছে। অনেক দিন গেছে এই ভাবে, এবার তো বদলান!

Saturday, January 2, 2010

টিভি চ্যানেলগুলো যদি সিনেমা হলের মত হয়!

চ্যানেলগুলোর নিজস্ব অনুষ্ঠান থাকতেই পারে তবে তারা আন্যদের অনুষ্ঠান সম্প্রচার করবে না কেন, যদি তার মান ভাল হয়? যেমন মিনার বিজলি ছবিঘরে একই ছবি চলে সেই রকম একই অনুষ্ঠান তিন চারটি চ্যানেলে বিভিন্ন সময়ে চলবে না কেন? এখান বিভিন্ন সার্ভিস প্রোভাইডার নিজেদের বানিজ্যিক স্বার্থে বিভিন্ন চ্যানেলকে প্রাধান্য দেয় এবং সে জন্য আমরা কোন নির্দিষ্ঠ অনুষ্ঠান দেখার জন্য নানা অপারেটারের লাইন নেব কেন? যদি অন্য চ্যানেলেও ওই অনুষ্ঠানটি হয় তবে আমাদের এই অসুবিধা থাকে না। একবার ভেবে দেখবেন।

Wednesday, December 16, 2009

বেহালা বই মেলা।

বেহালা বইমেলা খুব জমেছে। আন্য বছর যেমন হয় সেইরকমই! তবে কলকাতার এই দক্ষিণ যাত্রায়ও কিছু বামঘেঁষা কবি দেখলাম।মাছের নানারকম পদ, জিভে জল আনে। আর আছে পুরানো বই-এর দোকান, কী সুন্দর গন্ধ! কোন কোন টা তো ১৫ - ২০, ৩০ - ৩২ বছরের পুরনো। বই কিন্তু ঠিকিই আছে। বই-এর প্রতিটি কথা আগের মতই সত্যি আছে। আচ্ছা! গরীব মানুষেরা বড়লোকেদের উপকার করে কেন! টাকা পায় বলে।আর বড়লোকেরা গরীবদের কথা ভাবে ভোটের জন্য।