Pages

Wednesday, December 16, 2009

বেহালা বই মেলা।

বেহালা বইমেলা খুব জমেছে। আন্য বছর যেমন হয় সেইরকমই! তবে কলকাতার এই দক্ষিণ যাত্রায়ও কিছু বামঘেঁষা কবি দেখলাম।মাছের নানারকম পদ, জিভে জল আনে। আর আছে পুরানো বই-এর দোকান, কী সুন্দর গন্ধ! কোন কোন টা তো ১৫ - ২০, ৩০ - ৩২ বছরের পুরনো। বই কিন্তু ঠিকিই আছে। বই-এর প্রতিটি কথা আগের মতই সত্যি আছে। আচ্ছা! গরীব মানুষেরা বড়লোকেদের উপকার করে কেন! টাকা পায় বলে।আর বড়লোকেরা গরীবদের কথা ভাবে ভোটের জন্য।

No comments:

Post a Comment