বেহালা বইমেলা খুব জমেছে। আন্য বছর যেমন হয় সেইরকমই! তবে কলকাতার এই দক্ষিণ যাত্রায়ও কিছু বামঘেঁষা কবি দেখলাম।মাছের নানারকম পদ, জিভে জল আনে। আর আছে পুরানো বই-এর দোকান, কী সুন্দর গন্ধ! কোন কোন টা তো ১৫ - ২০, ৩০ - ৩২ বছরের পুরনো। বই কিন্তু ঠিকিই আছে। বই-এর প্রতিটি কথা আগের মতই সত্যি আছে। আচ্ছা! গরীব মানুষেরা বড়লোকেদের উপকার করে কেন! টাকা পায় বলে।আর বড়লোকেরা গরীবদের কথা ভাবে ভোটের জন্য।
No comments:
Post a Comment