তেলেঙ্গানা রাজ্য ঘোষণার সাথে সাথেই সেখানে প্রতিবাদের ঝড় উঠেছে। MLA-দের পদত্যাগের হিড়িক পড়ে গেছে। আমাদের বাংলায় এ ভাবাই যায় না। যারা ভাগ চায় তাদের সাথে এখানে অনেকের গাটছড়া বাঁধা। শুধু একটা মতাদর্শের বিরোধীতা করার জন্য এত দূর যেতে হবে! ভাগ করলে ছোটো হয়, ছোটবেলা থেকে এটাই শিখেছি। কিন্তু ভাগ করে বড় হবার যে আন্দোলন তার মানে কি? ভাগ করে একটা মুখ্যমন্ত্রী পাওয়া যায় বটে কিন্তু জনগনের কি লাভ হয়? তাই এই ভাঙার আন্দোলনের যাঁরা বিরোধী তাঁদের ধন্যবাদ ও নমস্কার।
No comments:
Post a Comment