Pages

Sunday, November 29, 2009

নতুন বাস।


শহরে, মানে কোলকাতায় নতুন বাস এসেছে। কী সুন্দর যে দেখতে কি বলব! আবার বিপদও আছে, গরীব মানুষ উঠতে ভয় পাচ্ছে, ভাড়া বেশী নয় তো! আর শুধু সরকারী নয় বেসরকারী রুটেও এসেছে ওই একই রকম বাস। এ কি হল কলকাতার! এখনতো দূষণও নাকি কম(স্টার আনন্দ)। বুক ভরে নিশ্বাস নেওয়া যাচ্ছে। হার্টের অসুখও নাকি কম হবে! না না! এত ভাবতে পারছি না! কে বলে কলকাতা মরা শহর! এবার তাহলে তিলত্তমা হ'ল! তবে, বাসে বাসে রেসারেসি কমবে কী?

No comments:

Post a Comment