Pages

Saturday, January 2, 2010

টিভি চ্যানেলগুলো যদি সিনেমা হলের মত হয়!

চ্যানেলগুলোর নিজস্ব অনুষ্ঠান থাকতেই পারে তবে তারা আন্যদের অনুষ্ঠান সম্প্রচার করবে না কেন, যদি তার মান ভাল হয়? যেমন মিনার বিজলি ছবিঘরে একই ছবি চলে সেই রকম একই অনুষ্ঠান তিন চারটি চ্যানেলে বিভিন্ন সময়ে চলবে না কেন? এখান বিভিন্ন সার্ভিস প্রোভাইডার নিজেদের বানিজ্যিক স্বার্থে বিভিন্ন চ্যানেলকে প্রাধান্য দেয় এবং সে জন্য আমরা কোন নির্দিষ্ঠ অনুষ্ঠান দেখার জন্য নানা অপারেটারের লাইন নেব কেন? যদি অন্য চ্যানেলেও ওই অনুষ্ঠানটি হয় তবে আমাদের এই অসুবিধা থাকে না। একবার ভেবে দেখবেন।

No comments:

Post a Comment