ভারতে একটাই টাইমজোন, IST. IST হ'ল এলাহাবাদ টাইম অর্থাৎ অরুনাচল প্রদেশ থেকে গুজরাট পর্য্যন্ত একই, এলাহাদ টাইম চলছে। এর সুবিধা হ'ল সারা দেশে রেলের একই টাইম টেবল চলছে। সব অফিস একই সময়ে খুলছে ও বন্ধ হ'চ্ছে। এবার এর অসুবিধাগুলো দেখা যাক।
বিকেল মানুষের জীবনে একটি ভীষণ গুরুত্তপূর্ণ সময়। বিকেল বেলায় আমরা সামাজিক যোগাযোগ করি, সভাসমাবেশ করি, পাঠাগারে যাই। ছোটোরা খেলাধুলা করে। কিন্তু দেখুন, বাংলা, অসম,ত্রিপুরা ইত্যাদি জায়গায় বাচ্চাদের জন্যে বিকেল নেই। আর ওদিকে দেখুন! গুজরাত, হরিয়ানা, পাঞ্জাব, দিল্লী ইত্যাদি জায়গায় সকাল পাওয়া যায় না। কি দুর্ভাগ্য! কোথায়ও সকাল নেই তো কোথায়ও বিকেল নেই! কেন এমন হবে? প্রকৃতি তো সবাইকে সমান ভাবেই সব দিয়েছে, শুধু মানুষ সামান্য ভূলে বা অন্যমনস্কতায় হয়তোবা অবহেলায় কাউকে বঞ্চিত করেফেলেছে। অনেক দিন গেছে এই ভাবে, এবার তো বদলান!
No comments:
Post a Comment