Wednesday, December 16, 2009
বেহালা বই মেলা।
বেহালা বইমেলা খুব জমেছে। আন্য বছর যেমন হয় সেইরকমই! তবে কলকাতার এই দক্ষিণ যাত্রায়ও কিছু বামঘেঁষা কবি দেখলাম।মাছের নানারকম পদ, জিভে জল আনে। আর আছে পুরানো বই-এর দোকান, কী সুন্দর গন্ধ! কোন কোন টা তো ১৫ - ২০, ৩০ - ৩২ বছরের পুরনো। বই কিন্তু ঠিকিই আছে। বই-এর প্রতিটি কথা আগের মতই সত্যি আছে। আচ্ছা! গরীব মানুষেরা বড়লোকেদের উপকার করে কেন! টাকা পায় বলে।আর বড়লোকেরা গরীবদের কথা ভাবে ভোটের জন্য।
Thursday, December 10, 2009
নতুন রাজ্য তেলেংগানা
তেলেঙ্গানা রাজ্য ঘোষণার সাথে সাথেই সেখানে প্রতিবাদের ঝড় উঠেছে। MLA-দের পদত্যাগের হিড়িক পড়ে গেছে। আমাদের বাংলায় এ ভাবাই যায় না। যারা ভাগ চায় তাদের সাথে এখানে অনেকের গাটছড়া বাঁধা। শুধু একটা মতাদর্শের বিরোধীতা করার জন্য এত দূর যেতে হবে! ভাগ করলে ছোটো হয়, ছোটবেলা থেকে এটাই শিখেছি। কিন্তু ভাগ করে বড় হবার যে আন্দোলন তার মানে কি? ভাগ করে একটা মুখ্যমন্ত্রী পাওয়া যায় বটে কিন্তু জনগনের কি লাভ হয়? তাই এই ভাঙার আন্দোলনের যাঁরা বিরোধী তাঁদের ধন্যবাদ ও নমস্কার।
Subscribe to:
Posts (Atom)